রোববার   ২৩ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০২ জমাদিউস সানি ১৪৪৭

ব্রাজিলের গৃহবন্দি সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫০ এএম, ২৩ নভেম্বর ২০২৫ রোববার

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ফেডারেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (২২ নভেম্বর) তার আইনজীবী সংবাদমাধ্যমগুলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। ব্রাজিলের গণতন্ত্রের ওপর হামলার অভিযোগে, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সময় কয়েক মাসের গৃহবন্দি অবস্থার পর এবার তাকে গ্রেফতার করা হলো।

 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বলসোনারোর আইনজীবী তাকে গ্রেফতার করার নির্দিষ্ট কারণ জানাননি। বিষয়টি সম্পর্কে জানে এমন একজন জানিয়েছেন, এটি মূলত তার গৃহবন্দি থাকার শর্তাবলির সঙ্গে সম্পর্কিত একটি প্রতিরোধমূলক ব্যবস্থা।

 

ডানপন্থি এই সাবেক নেতা চলতি বছরের সেপ্টেম্বর মাসে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড পান। অভিযোগ ছিল তিনি ২০২২ সালের নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যাওয়ার পর ক্ষমতায় থাকার জন্য গণ-অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন। ২০২৩ সালে লুলার ক্ষমতা গ্রহণ ঠেকাতে বলসোনারোকে এই ষড়যন্ত্রের নেতা ও প্রধান সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করা হয়।

 

গত ১০০ দিনেরও বেশি সময় ধরে বলসোনারো কঠোর গৃহবন্দি অবস্থায় ছিলেন। পৃথক মামলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাওয়ার অভিযোগে তার বিরুদ্ধে সতর্কতামূলক নিয়ম ভঙ্গের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়।