রোববার   ২৩ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০২ জমাদিউস সানি ১৪৪৭

গুলশান-মহাখালী লিংক রোডে চলন্ত বাসে আগুন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৪ এএম, ২৩ নভেম্বর ২০২৫ রোববার

রাজধানীর মহাখালী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। শনিবার রাত ৯টার দিকে গুলশান-মহাখালী লিংক রোডে খাজা টাওয়ারের সামনে বাসটিতে আগুন ধরে যায়। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যায়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট রওনা দেয়। তবে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলায় রাস্তা থেকে ইউনিট ফিরে আসে।

 

বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, ‘২০-২২ জন যাত্রী নিয়ে বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে যাচ্ছিল। লিংক রোডের খাজা টাওয়ারের সামনে আগুন লাগার ঘটনা ঘটে। চালক সুমনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, বাসের পেছনের অংশে আগুন লাগে। এরপরই তিনি বাস থামালে যাত্রীরা নেমে চলে যায়।’