হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে চিঠির প্রস্তুতি
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:০১ এএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সহায়তা চেয়ে ইন্টারপোলকে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।
একই অপরাধে মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনতেও সহায়তা চাওয়া হবে চিঠিতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের কপি হাতে পেলেই চিঠি পাঠানোর কাজ শুরু করবে পুলিশ। কারণ, চিঠির সঙ্গে যুক্ত করে দেয়া হবে রায়ের কপি।
এর আগেও শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থাটিকে দুই দফা চিঠি দিয়েও সাড়া পায়নি পুলিশের এনসিবি। ইন্টারপোল ওই নোটিশ জারির যৌক্তিকতা সম্পর্কে ব্যাখ্যা চেয়েছিল।
গত ১৮ নভেম্বর নিউইয়র্কের কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে কমিউনিটি অ্যাফেয়ার্স মিটিংয়ের আয়োজন করে এনওয়াইপিডির ১১৫ প্রিসিঙ্কট। এতে অংশ নেন শাহ নেওয়াজ গ্রুপের সিইও এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনওয়াইপিডির কমিউনিটি অ্যাফেয়ার্স ডিটেকটিভ গঞ্জালেস, স্টিভ লরেন্স, বাংলাদেশি কমিউনিটি এক্টিভিস্ট আবু যুবায়ের, শাহ শহীদুল হক, আবু বকর সিদ্দিক, অনিক রাজ ও বদরুদ্দোজা সাগর ।
