ফিতা কাটাই ভরসা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০০ এএম, ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার
হাতে কোনো কাজ নেই, কী আর করা, রুটি-রুজির ব্যবস্থা তো করতে হবে। তাই ফিতা কাটাই এখন একমাত্র ভরসা। দোকান বা শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কাটা বর্তমানে কিছু শোবিজ তারকার প্রধান পেশায় পরিণত হয়েছে। এ তালিকায় আগের মতোই শীর্ষে রয়েছেন অপু বিশ্বাস। আগে তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক ইমন, নিরব, জায়েদ খান। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রার্থনা ফারদিন দীঘি, মিষ্টি জান্নাত ও বারিশ হকের নাম। মিডিয়াপাড়ার অনেকেই বলছেন নাটক, সিনেমায় কাজ কমে যাওয়ায় এই তারকারা ফিতা কেটে জীবিকা নির্বাহ করছেন। বিশ্বের অনেক বড় বড় তারকাই কাজের পাশাপাশি বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। কেউ বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন। কেউ আবার নিজেই রেস্তোরাঁ, বিউটি সেলুন, ফ্যাশন ব্র্যান্ডসহ বিভিন্ন ব্যবসায় নেমে পড়েছেন। পণ্যের প্রচারণায় বিজ্ঞাপনের মডেল হওয়াকে তারা কাজের অংশ হিসেবেই মনে করেন। পণ্যের মালিকরাও তারকাদের দিয়ে প্রচারণা চালিয়ে নিজেদের পণ্যকে প্রতিষ্ঠিত করেন। তবে যে কাজের মাধ্যমে তারা তারকা বনে গেছেন সেই কাজগুলো শতভাগ শেষ করেই অবসরে অন্য কাজের সঙ্গে জড়িত হন হলিউড, বলিউড, টলিউডসহ নানা দেশের তারকারা। কিন্তু বাংলাদেশের তারকাদের ক্ষেত্রে এটি সম্পূর্ণ ব্
ব্যতিক্রম শুধু শাকিব খান...
এ ক্ষেত্রে ব্যতিক্রম হলেন নায়ক শাকিব খান। তার হাতে কাজ থাকলেও ফিতা কাটেন তার তারকা খ্যাতির চাহিদার কারণে। সিনেমার কাজের পাশাপাশি এর আগে তাকে দেখা গেল ছোটপর্দার অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করের বিউটি পারলার উদ্বোধনে। গত সপ্তাহে বনানীতে ‘মিনিসো’ নামের একটি প্রসাধনী প্রতিষ্ঠানের উদ্বোধনী ফিতা কাটেন শাকিব খান।
