‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে পিএ নেতাদের খুঁজে খুঁজে হত্যা করা উচিত
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৪ এএম, ১৯ নভেম্বর ২০২৫ বুধবার
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, যদি জাতিসংঘ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তবে ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) কর্মকর্তাদের খুঁজে খুঁজে হত্যার নির্দেশ দেওয়া উচিত হবে বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১৭ নভেম্বর) ওৎসমা দলের সভায় বেন গভির পিএ কর্মকর্তাদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেছেন। খবর আল জাজিরার।
বেন গভির বলেছেন, ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকেও গ্রেপ্তার করা উচিত। কেৎজিয়ত কারাগারে তার জন্য একক সেল প্রস্তুত রয়েছে।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেন গভিরের মন্তব্যকে ‘নিয়মিত প্ররোচণা’ বলে নিন্দা জানিয়েছে। (পিএ) প্রেসিডেন্সি এই মন্তব্যের জন্য ইসরায়েলি সরকারকে দায়ী করেছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ট্রাম্প প্রশাসনের গাজা পরিকল্পনার ওপর ভোট আয়োজন করার আগে এ ধরনের মন্তব্য করেছেন ইসরায়েলি মন্ত্রী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের প্রস্তাব রয়েছে এবং ফিলিস্তিনের স্ব-নিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্বস্ত পথ সমর্থনের সম্ভাবনাও রয়েছে।
বেন গভির আরও দাবি করেছেন, ফিলিস্তিন নামে কোনও জনগোষ্ঠী নেই। তিনি ফিলিস্তিনিদের ইসরায়েলের ভূমিতে আরব দেশ থেকে আসা অভিবাসী হিসেবে মন্তব্য করেছেন। ইসরায়েলি সরকার, বেন গভির ও অর্থমন্ত্রী বেযেলেল স্মোত্রিচের মতো উগ্রপন্থী মন্ত্রীদের পাশাপাশি কিছু বিরোধী রাজনৈতিক নেতারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন। আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের স্বায়ত্তশাসনের সমর্থনের প্রেক্ষিতে পশ্চিম তীরের ভূখণ্ডকে অনুপ্রবেশ করার পক্ষেও আছেন স্মোত্রিচ।
জাতিসংঘ সমর্থিত গাজা পরিকল্পনায় আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি টেকনোক্র্যাট ফিলিস্তিনি প্রশাসন স্থাপনের কথা বলা হয়েছে। তবে হামাস ও অন্যান্য গাজা গোষ্ঠী এই পরিকল্পনার বিরোধিতা করেছে। তারা দাবি করছে, মানবিক সাহায্য ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোর অধীনে থাকা উচিত।
