যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:২৫ এএম, ১৯ নভেম্বর ২০২৫ বুধবার
ক্লাউডফ্লেয়ারের প্রযুক্তিগত সমস্যার কারণে বিশ্বের জনপ্রিয় বেশ কিছু ওয়েবসাইট হঠাৎই অচল হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স, চ্যাটজিপিটিসহ অসংখ্য ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি ত্রুটি বার্তা দেখতে পান, যেখানে বলা হয়, ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি।
ক্লাউডফ্লেয়ার ইন্টারনেটের কাঠামো হিসেবে কাজ করে এবং সাইবার আক্রমণ প্রতিরোধ, উচ্চ মাত্রার ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকে। তাদের সিস্টেমে সামান্য ত্রুটি হলে একাধিক ওয়েবসাইটে প্রভাব পড়ে।
ক্লাউডফ্লেয়ারের এই ত্রুটির কারণে বিশ্বের ২০ শতাংশ ওয়েবসাইট বন্ধ (ডাউন) হয়ে যায়। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশের বিভিন্ন সংবাদ পোর্টালসহ অনেক ওয়েবসাইটেও সমস্যা হচ্ছিল। বাংলাদেশের অসংখ্য ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। এসব প্ল্যাটফর্মে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করতে না পারায় ডাউনডিটেক্টরে অভিযোগ জমা পড়ে।
এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার বলেছে, ‘আমরা এমন একটি সমস্যার বিষয়ে অবগত, যা বহু গ্রাহকের সেবা ব্যাহত করতে পারে। তদন্ত চলছে এবং তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপডেট দেওয়া হবে।’
ডাউনডিটেক্টর জানায়, ক্লাউডফ্লেয়ার–বিষয়ক অভিযোগ নিউইয়র্কের স্থানীয় সময় সকাল আটটার দিকে প্রায় ৬০০-তে নেমে আসে। শুরুর দিকে অভিযোগ প্রায় পাঁচ হাজারে পৌঁছেছিল। ব্যবহারকারীদের জমা দেওয়া প্রতিবেদন থেকে এসব তথ্য সংগ্রহ করা হয় বলে প্রকৃত ক্ষতিগ্রস্তের সংখ্যা আরও বেশি বা কম হতে পারে।
ওয়েবসাইট ওপেন করলে প্রভাবিত ব্যবহারকারীরা একটি বার্তা দেখেন, যেখানে লেখা প্রদর্শিত হয়, ‘ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি দেখা দিয়েছে। কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।’
বিশ্বজুড়ে ঠিক কতগুলো ওয়েবসাইট এ বিপর্যয়ে আক্রান্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে ক্লাউডফ্লেয়ারের সিস্টেমে বড় ধরনের ত্রুটি দেখা দিলে একযোগে অনেক সাইট অচল হয়ে যাওয়ার মতো পরিস্থিতির পুনরাবৃত্তি এটাই প্রথম নয়।
