বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ধানের শীষের রশিদ ফের ঘরে

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

অভিমান ভুলে আবারো জাতীয় পার্টিতে (জাপা) ফেরার ঘোষণা দিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনের বিএনপি প্রার্থী আব্দুর রশীদ সরকার।

সোমবার বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

আব্দুর রশীদ সরকার বলেন, বিএনপি আমাকে মনোনয়ন দিয়ে ধানের শীষ মার্কায় নির্বাচনের মাঠে দাঁড় করিয়ে দেয়। এতে বিএনপির মনোনয়ন বঞ্চিতরা আমার প্রতি ক্ষুব্ধ হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা একপর্যায়ে নিজেদের দলীয় অফিসে আগুন দিয়ে অন্য একটি রাজনৈতিক দলের ওপর দায় চাপানোর চেষ্টা করে। এমনকি আমি নির্বাচনে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কোনো সহযোগিতা পাইনি। বিএনপির কোনো নেতাকর্মী ধানের শীষের নির্বাচনী প্রচার-প্রচারণায়ও অংশ নেয়নি।

 

তিনি দাবি করেন, আমি এখনো জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে হতাশা ও অভিমানে ভুগছিলাম।

তিনি দাবি করেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা তাকে স্বপদে বহাল থেকে পার্টির কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের নির্দেশে আগের মতোই তিনি জেলায় জাতীয় পার্টির কার্যক্রম চালাবেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফুল, সদস্য নূর মোহাম্মদ ঠাণ্ডা, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মুকুল, জেলা কৃষক পার্টির সভাপতি এস এম বাবলু প্রমুখ।