শনিবার   ১৫ নভেম্বর ২০২৫   কার্তিক ৩০ ১৪৩২   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

উৎসব গ্রুপের ২০ বছরপূর্তি

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১২ এএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার

 

 


সেবা ও সফলতার দুই দশক পার করেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী মালিকানাধীন সর্ববৃহৎ অনলাইন বিজনেসসহ বহুমুখী ব্যবসায়ী প্রতিষ্ঠান উৎসব গ্রুপ। এ উপলক্ষ্যে গত ৭ নভেম্বর লং আইল্যান্ড ম্যারিয়ট বলরুমে জমকালো আয়োজনে ২০ বছরপূর্তি পালন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে গ্রুপের কর্তাব্যক্তি, গ্রাহক, শুভানুধ্যায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যার পর শুরু হওয়া এই আয়োজনে সামনে থেকে আগত অতিথিদের স্বাগত জানান উৎসব গ্রুপের প্রধান কর্ণধার রায়হান জামান। অতিথিদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্তহন তিনি।
অতিথিরা বলেন, উৎসব গ্রুপের দুই দশকের এই দীর্ঘ পথচলা শুধুই সময়ের ক্ষণ গণনা নয়, এটি এক অনুপ্রেরণার গল্প। যে সময়ে অনলাইনে কেনাকাটার ধারণাটি ছিলো অনেকের কাছেই অচেনা ও অনিশ্চিত, সেই সময়েই এক তরুণ উদ্যোক্তা সাহসিকতার সঙ্গে শুরু করেছিলেন "উৎসব ডট কম" নামের এক স্বপ্নের যাত্রা। যা আজ বিশাল গ্রুপে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, ২০ বছর আগের ছোট্ট উদ্যোগটি এখন এক বিশাল উৎসব গ্রুপে পরিণত হয়েছে, যার অধীনে ১৭টি প্রতিষ্ঠান রয়েছে, যা অসংখ্য মানুষের কর্মসংস্থান এবং হাজারো সন্তুষ্ট গ্রাহকের আস্থা হিসেবে গড়ে উঠেছে। গ্রুপের এই সফল যাত্রার পেছনে রয়েছেন এর স্বপ্নদ্রষ্টা ও দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোক্তা, উৎসব গ্রুপের চেয়ারপারসন রায়হান জামান। অদম্য পরিশ্রম, সততা ও নিরন্তর উদ্ভাবনের মাধ্যমে তিনি "উৎসব"কে একটি প্রতিষ্ঠান থেকে এক পরিবারে রূপান্তরিত করেছেন। রায়হান জামান দেখিয়েছেন কীভাবে প্রবাসের মাটিতেও সৎ উদ্যোগ, অধ্যবসায় ও উদ্ভাবনের মাধ্যমে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যায়। তার নেতৃত্বে উৎসব গ্রুপ আজ প্রবাসী বাংলাদেশিদের অর্থনৈতিক শক্তি ও সম্ভাবনার এক উজ্জ্বল প্রতীক। রায়হান জামান তার বক্তব্যে এই দুই দশকে উৎসব গ্রুপের পথচলার পুরো গল্পটি শেয়ার করেন উপস্থিত অভ্যগত অতিথিদের সঙ্গে। তার বক্তব্যের সাথে সাথে ভিডিও স্ক্রিনে ফুটে ওঠে উৎসব গ্রুপের সাফল্যের পুরো চিত্র। 

রায়হান জামান বলেন, এই দীর্ঘ পথচলায় যারা পাশে থেকে সহযোগিতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি তার ঢাকা সেন্ট্রাল অফিসের কর্মকর্তা আরিফ সহ টিমের সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ডের সদস্য ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, ঠিকানা পত্রিকার কর্ণধার ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, এনটিভি যুক্তরাষ্ট্রের সাইদ এম হোসেন, শিল্পী তাজুল ইমাম, গোলাম সারওয়ার হারুন, ইফতেখার আইভান, সৈয়দ বাহলুল উজ্জল, জনি, কোয়েল, আবীর আলমগীর ও নির্মাতা অমিতাভ রেজা প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে সংগীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড দলছুটের বাপ্পা মজুমদার।