কুইন্স বাংলাদেশ সোসাইটি’র সভাপতি তোফায়েল ও সম্পাদক ফারুকুল
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৮ এএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার
কুইন্স বাংলাদেশ সোসাইটি’র নতুন কমিটিতে কাজী তোফায়েল ইসলাম সভাপতি ও শেখ ফারুকুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন মাসুদুল হক সানু-সিনিয়র সহসভাপতি, জে মোল্লা সানী-সহসভাপতি, আবুল হোসেন-সহ সাধারন সম্পাদক, ওয়াহিদ কাজী এলিন-কোষাধ্যক্ষ,আলম সরকার-সাংগঠনিক সম্পাদক,ইসমত জাহান পলি-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক,সৈয়দ এনায়েত আলী-ক্রিড়া সম্পাদক,আবুল হোসেন-সমাজ কল্যান সম্পাদক ও ফারজানা হক- মহিলা বিষয়ক সম্পাদক। কার্যকরি কমিটির সদস্যরা হলেন শামস উদ্দীন,আজিমুর রহমান বোরহান,মফিজুল ইসলাম রুমি,আবুল ফজল লিটন,তরিকুল হোসাইন বাদল, নওশাদ হায়দার ও কয়েস আহমদ।
কমিটি গঠনে ৫ সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আজমল হোসেন কুনু। নির্বাচন কমিশনের অপর ৪ সদস্য ছিলেন ফারহানা চৌধুরী, আব্দুর রহমান,হাসান আলী ও দেওয়ান শাহেদ চৌধুরী। গত ২৮ অক্টোবর এ কমিটি গঠিত হয়।
