কমিউনিটির ‘আনসাং হিরো’ টিপু সুলতান
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৭ এএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার
নিউ ইয়র্কের জনপ্রিয় সাময়িকী সিটি এন্ড স্টেট এর তালিকায় ‘আনসাং হিরো’ ২০২৫ হিসেবে স্বীকৃতি পেয়েছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ টিপু সুলতান। সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এ স্বীকৃতি দেয়া হয়।
এ বছরের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউ ইয়র্কের শ্রমিক নেতা মোহাম্মদ টিপু সুলতান। যিনি দীর্ঘদিন ধরে নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স এর একজন সংগঠক হিসেবে কাজ করছেন।
সাবেক ইয়েলো ক্যাব চালক টিপু সুলতান বর্তমানে প্রায় ১০,০০০ ট্যাক্সি চালকের সঙ্গে সরাসরি কাজ করেন। দিনরাত তাদের কল গ্রহণ করে তিনি চালকদের বিভিন্ন সমস্যা, প্রশাসনিক জটিলতা ও বিরোধ মীমাংসায় সহযোগিতা করেন এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ করে ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখেন।
২০২১ সালে নিউ ইয়র্ক সিটি হলে ট্যাক্সি চালকদের ঐতিহাসিক অনশন ও আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তিনি, যার ফলস্বরূপ ড্রাইভারদের ঋণমুক্তি নিয়ে আসে এক যুগান্তকারী সাফল্য।
নীরবে অথচ নিরলস পরিশ্রমের মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন মোহাম্মদ টিপু সুলতান। এই কারণে তাঁকে ২০২৫ সালের ‘আনসাং হিরো’ সম্মাননায় ভূষিত করেছে সিটি এন্ড স্টেট সাময়িকীটি।
