তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ‘আজকাল’কে যা জানালেন
আজকাল প্রতিনিধি, ঢাকা থেকে
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪১ এএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন। বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ থেকে ‘সাপ্তাহিক আজকালকে’ এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগেই কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে, নভেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে হবে। ফলে ডিসেম্বর নাগাদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে।
মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান প্রায় দুই দশক ধরে যুক্তরাজ্যে নির্বাসিত। লন্ডনে অবস্থান করেও টেলিফোন ও অনলাইনের মাধ্যমে নির্দেশনা দিয়ে তিনি বাংলাদেশে বিএনপি’র কেন্দ্রীয় ও মাঠপর্যায়ে দলীয় কার্যক্রম পরিচালনা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তার বিরুদ্ধে অসংখ্য মামলা দেওয়া হয়েছিলো। এসব মামলার কোনও কোনওটিতে তিনি দন্ডিতও হয়েছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্রদের নেতৃত্বে পরিচালিত গণঅভ্যূত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অর্ন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলে একে একে সব মামলা থেকে তারেক রহমান খালাস পান। ফলে তার দেশে ফেরার পথ সুগম হয়।
দলের শীর্ষস্থানীয় নেতারা বলছেন, নিরাপত্তাজনিত শঙ্কার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না। তবে তারেক রহমান নিজে বিবিসি বাংলার কাছে এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন। যদিও বিএনপি’র একাধিক শীর্ষস্থানীয় নেতা ‘আজকালকে’ বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর তার দেশে ফেরার সম্ভাবনা বেশি। অভ্যূত্থান সমর্থনকারী দলগুলোর মধ্যে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং এই দলটি আগামীতে ক্ষমতায় যাবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে, তারেক রহমান পরবর্তি প্রধানমন্ত্রী হবেন বলে তার দলের নেতা-কর্মীরা আশা করছে।
