আলী রীয়াজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৫ এএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার
অধ্যাপক আলী রীয়াজকে অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টার পদমর্যাদায় তাকে এ নিয়োগ দিয়ে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার অধ্যাপক আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন। বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনে তার দায়িত্ব শেষ হবার পর এই নিয়োগ দেয়া হলো।
