শনিবার   ১৫ নভেম্বর ২০২৫   কার্তিক ৩০ ১৪৩২   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভাষণ ঘিরে বিএনপি জামায়াত পক্ষে-বিপক্ষে

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২৫ এএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার


 
অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামির পক্ষ থেকে বলা হয়েছে, একই দিনে নির্বাচন ও গণভোটের আয়োজন ‘জনগণের আশা আকাঙ্খার বিপরিত’ জানিয়ে হতাশা ব্যক্ত করা হয়েছে। বিএনপি ও জামায়াত ভাষণ ঘিরে এখন পক্ষে ও বিপক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে এবি পার্টি ও ১২ দল প্রধান উপদেষ্টার এই ভাষণকে স্বাগত জানিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সভা থেকে প্রধান উপদেষ্টাকে এই ভাষণের জন্য ধন্যবাদ জানানো হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির এই সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।
একই সাথে সভা থেকে গত ১৭ অক্টোবর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথা শিগগির জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্খা পুরোপুরি পূরণ হয়নি। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর তিনি এই মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সাংবিধানিক সংস্কারসহ অন্যান্য সংস্কার নিয়ে আমরা যে ৪৮টি প্রস্তাবে সর্বসম্মত হয়েছি, সেগুলো অবশ্যই জাতিকে জাতীয় নির্বাচনের পূর্বে জানানো দরকার। যাতে ভোটাররা তা বিবেচনা করে হ্যাঁ-না সিদ্ধান্ত নিতে পারেন।’
তিনি আরও বলেন, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হলে ভোটপ্রক্রিয়ায় জটিলতা ও সংকট সৃষ্টি হবে। ‘এই প্রক্রিয়ার পাশাপাশি ভোটারকে আবার জাতীয় নির্বাচনের প্রতীকের উপরও ভোট দিতে হবে। এটা একটা সংকট তৈরি করবে বলে তিনি মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশে প্রতিটি নির্বাচনে কোথাও না কোথাও সহিংসতা বা বিশৃঙ্খলা দেখা গেছে; কখনো চার-পাঁচ কেন্দ্র বন্ধও হয়েছে। একই দিনে ভোট হলে কোনো কেন্দ্রে জাতীয় নির্বাচনের প্রতীকের ভোট বন্ধ হলে গণভোটের ফল কী হবে তার কোন নিশ্চয়তা নেই।’