মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

চাঁদাবাজদের সাথে জোট করার চেয়ে মরে যাওয়া ভালো

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২১ এএম, ১১ নভেম্বর ২০২৫ মঙ্গলবার

যারা প্রতি পাড়া-মহল্লায় চাঁদাবাজির রমরমা বাণিজ্য চালু করেছে, তাদের সাথে জোট করে নির্বাচন করার চেয়ে মরে যাওয়া ভালো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

 

তিনি সোমবার রাতে এনসিপির চাঁদপুর জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

 

হাসনাত বলেন, “আমরা নাকি ২০টি আসনের বিনিময়ে জোট করে ফেলেছি। কিন্তু আমরা প্রথম দিন থেকে বলে আসছি, যারা সংস্কারে বিশ্বাস করে, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিপক্ষে, প্রয়োজনে তাদেরকে দলে নিয়ে জোট গঠন করবো।”

 

আগামী জাতীয় নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে দাবি জানিয়ে তিনি বলেন, সেই আদেশ দিতে হবে ড. ইউনূসকে।

 

তিনি আরও বলেন, “বিএনপি জিয়ার আদর্শ থেকে শত মাইল দূরে সরে গেছে। তাই তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। যারা জিয়ার আদর্শ ধারণ করে তাদের জন্য এনসিপির দরজা খোলা রয়েছে। অনেকেই আমাদের কল করে বিএনপিকে এই নব্য হাইজ্যাকারদের হাত থেকে রক্ষার অনুরোধ জানান।”

 

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগামী নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলের দায় রয়েছে, কোন ভাবেই তা এড়ানোর সুযোগ নেই।”

 

জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. মাহাবুব আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আতাউল্লাহ, যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ মিরাজ মিয়া প্রমুখ।

 

জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই সমন্বয় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।