শনিবার   ০৮ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

জ্যাকসন হাইটসে আলাদীন রেস্টুরেন্ট ও সুইটসের উদ্বোধন

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪০ এএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার


 
  
 
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ৭৩ স্ট্রিটে (বাংলাদেশ স্ট্রিট) বাংলাদেশি মালিকানাধীন আলাদীন হালাল রেস্টুরেন্ট ও সুইটসের উদ্বোধন হয়েছে। গত ৩১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ।

এ সময় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলাদীন হালাল রেস্টুরেন্ট ও সুইটসের আগে সেখানে মামা’স রেস্টুরেন্ট ছিল। প্রতিষ্ঠানটি কিনে নেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) একাংশের সভাপতি ও ভূতপূর্ব খাবার বাড়ির রেস্টুরেন্টের অন্যতম অংশীদার হারুণ ভূঁইয়া। তার সঙ্গে প্রধান অংশীদার হিসাবে রয়েছেন আরেক ব্যবসায়ী ও সামাজিক সংগঠন ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি।

মামা’স রেস্টুরেন্ট ব্যবসায়িকভাবে সফল ছিল। পরিস্কার পরিচ্ছন্নতা এবং খাবারের মানের দিক থেকে রেস্টুরেন্টটির যথেষ্ট সুনাম ছিল। কিন্তু অংশীদারদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে সৃষ্ট জটিলতায় একপ্রকার দেনার দায়ে রেস্টুরেন্টটি চালানো অসম্ভব হয়ে পড়েছিল। অবশেষে এটি বিক্রির সিদ্ধান্ত নেন তারা। আর গত ২৮ সেপ্টেম্বর প্রায় হাফ মিলিয়ন ডলারে ব্যবসা প্রতিষ্ঠানটি কিনে নেন হারুণ ভূঁইয়া ও মোহাম্মদ আলম নমি।

হারুণ ভূঁইয়া জ্যাকসন হাইটসের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি খামার গ্রুপের অন্যতম অংশীদার ছিলেন। বর্তমানে হোমকেয়ার ব্যবসায় তার বিনিয়োগ রয়েছে। অন্যদিকে ব্যবসায়িক পরিচয় ছাড়াও সামাজিক কর্মকাণ্ডে মোহাম্মদ আলম নমির যথেষ্ট সুনাম রয়েছে। এ কারণে আলাদীন হালাল রেস্টুরেন্ট অ্যান্ড সুইট ইন্্ক ব্যবসায়িক সফলতা পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনের পর থেকে খাবারের সুনাম ছড়িয়ে পড়েছে। রয়েছে হরেক রকম মিষ্টি।