সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

“এক মাসের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের সমস্যা সমাধান”

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, আগামী এক মাসের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের সমস্যা সমাধান করা হবে। নতুন বেতন কাঠামোর কারণে কোনো শ্রমিকের যদি বেতন কমে যায় তাহলে তা আগামী মাসের বেতনের সঙ্গে সমন্বয় করে পরিশোধ করা হবে।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কথা বলেন তিনি।

টিপু মুন্সী বলেন, নতুন বেতন কাঠামোর অসঙ্গতি দূর করতে শ্রমিক পক্ষের ৫ জন, মালিক পক্ষের ৫ জনসহ শ্রম এবং বাণিজ্য সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কাজ করবে। এই কমিটির প্রতিবেদন পাওয়ার পর গার্মেন্ট শ্রমিকদের বেতনের বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না

 

তিনি বলেন, এই ধরনের আন্দোলনে অনেক সময় বাইরের লোক প্রবেশ করে। সে বিষয়টি সরকার কঠোরভাবে মনিটর করছে। এসময় তিনি গার্মেন্ট শ্রমিকদের কাজে মনোযোগ দেয়ার আহ্বান জানান।