১ হাজার বিচারকের পদোন্নতির সিদ্ধান্ত
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩১ এএম, ৫ নভেম্বর ২০২৫ বুধবার
সারাদেশে অধস্তন আদালতে কর্মরত (প্রেষণসহ) বিভিন্ন পদমর্যাদার প্রায় ১ হাজার বিচারককে পদোন্নতির সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত হয়। সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে এতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন।
বৈঠকের সূত্র ও সুপ্রিম কোর্ট প্রশাসনের ওয়াকিবহাল একাধিক কর্মকর্তা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সভায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২৭৫ বিচারককে জেলা ও দায়রা জজ পদে, যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২০৭ বিচারককে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া সিনিয়র সহকারী জজ পদমর্যাদার ৫ শতাধিক বিচারককে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদায় পদোন্নতির সিদ্ধান্ত হয়েছে। সবমিলিয়ে ৯৮২ বিচারকের পদোন্নতির বিষয়ে ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। বৈঠকের সূত্র অনুযায়ী, ২০৭ জনকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির বিষয়ে জানা গেলেও সুপ্রিম কোর্ট প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ সংখ্যা একটু বেশি হবে।
সভায় বিচারিক নীতিনির্ধারনী অন্তত ২২টি বিষয়ে সংক্ষিপ্ত ও পূর্ণাঙ্গ আলোচনা হয় বলে জানা গেছে। সুপ্রিম কোর্টের অবকাশ ছুটির বিষয়ে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। গত ৩০ অক্টোবর প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে ফুলকোর্ট সভার বিষয়টি জানানো হয়।
ফুলকোর্ট সভা হলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের কথা বলা, মতামত দেওয়া ও বিচারিক নীতি নির্ধারণী বিষয়ের নিজস্ব ফোরাম। প্রধান বিচারপতি ফুলকোর্ট সভায় সভাপতিত্ব করেন। বছরের নির্দ্দিষ্ট সময়ে এ সভা ডাকেন প্রধান বিচারপতি।
