রোববার   ০২ নভেম্বর ২০২৫   কার্তিক ১৭ ১৪৩২   ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শাহ নেওয়াজ ও কমান্ডিং অফিসার করনাডোর মতবিনিময়

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১৮ এএম, ১ নভেম্বর ২০২৫ শনিবার


 
 
‘কমিউনিটির সবার সাথে সহাবস্থান ও সম্প্রীতি বাড়াতে একতাবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। সবাই মিলে যে কোনো শুভকাজে একসাথে এগিয়ে গেলে বাংলাদেশী কমিউনিটি অন্যদের জন্য উদাহরণ হতে পারে’। গত বৃহস্পতিবার বিকেলে শাহ নেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ ১১৫ প্রিসিংক্টের কমান্ডিং অফিসার ডেভিড করনাডোর সাথে মতবিনিময়কালে তাঁদের মধ্যে এসব বিষয় উঠে আসে। তাঁরা বাংলাদেশী কমিউনিটির সমাজসেবামূলক নানা কাজের বিষয়ে প্রশংসা করেন।
শাহ নেওয়াজ এ সময় ১১৫ প্রিসিংক্টের কমান্ডিং অফিসার করনাডোর নেতৃত্বে অপরাধ দমন কাজের প্রশংসা করেন। পরে আলোচনায় অংশ নেন প্রিসিংক্টের এক্সিকিউটিভ অফিসার জেগহাম আব্বাস  ও অফিসার গনজালেস।
এর আগে  কমান্ডিং অফিসার ডেভিড করনাডোর নেতৃত্বের প্রশংসা করে তাঁর হাতে সম্মানসূচক একটি ক্রেস্ট তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ি, আজকাল সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহ নেওয়াজ এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ’র চেয়ারম্যান শাহ শহীদুল হক। এ সময় শাহ নেওয়াজ গ্রুপের মিডিয়া ডিরেক্টর ও এনটিভি নর্থ আমেরিকার ব্যুরো চিফ ফরিদ আলম সাথে ছিলেন।