রোববার   ০২ নভেম্বর ২০২৫   কার্তিক ১৭ ১৪৩২   ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

সাংবাদিক মনজুর আহমদের দুই বইয়ের প্রকাশনা উৎসব

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১৫ এএম, ১ নভেম্বর ২০২৫ শনিবার


 
 
বর্ষীয়ান সাংবাদিক ও সাহিত্যিক মনজুর আহমদের লেখা দুটি বই ‘আমার সেই সময়’ এবং ‘আমার এই সময়’-এর প্রকাশনা উৎসব ও মুক্ত আলোচনা কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ অক্টোবর জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে লেখকের শুভাকাংখি ও ভক্তরা বই দু’টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং সর্বাঙ্গিন সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট হাসান ফেরদৌস, লেখক ও শিক্ষাবীদ ড. আবেদীন কাদের, বিশিষ্ট লেখক আহমেদ মাজহার, কবি ও লেখক কাজী জহিরুল ইসাম ও লেখক-সাংবাদিক মনিজা রহমান। বক্তব্য রাখেন টাইম টিভির সিইও আবু তাহের, সঙ্গীত শিল্পী মোত্তালিব বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিব বিন হক, সাংবাদিক সাঈদ তারেক, সাপ্তাহিক প্রথম আলোর সম্পাদক ইব্রাহীম চৌধুরী, কবি শামস আল মমিন, লেখক এবিএম সালেউদ্দিন, সাংবাদিক আকবর হায়দার কিরন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ, মুক্তধারা’র কর্ণধার বিশ্বজিত সাহা, কবি কাজী আতিক, লেখক রানু ফেরদৌস, রাজিয়া নাজমী ও রশওন হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ কাশেম সহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সাকী।
আশি বছর বয়সী প্রবীণ লেখক-সাংবাদিক মনজুর আহমদ তার আলোচক ও উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বলেন, মূলত: একজন সাংবাদিক হিসেবে যা দেখেছি তাই লেখায় তুলে ধরার চেষ্টা করেছি। পাঠকের চাহিদার কথা মাথায় রেখেই নতুন বই প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। নতুন বইটিতে প্রবাস জীবন অর্থাৎ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক জীবন ও নিউইয়র্কের পরিচিতরা স্থান পাবে। অনুষ্ঠানে মনজুর আহমদ-পত্নী অভিনেত্রী রেখা আহমদও উপস্থিত ছিলেন। 
আলোচকরা বলেন, মনজুর আহমদের লেখায় তার মায়ের স্থান বিশেষ গুরুত্ব পেয়েছে। পাশাপাশি সাংবাদিকতার দৃষ্টিভঙ্গি পেরিয়ে সাহিত্যের ছাপ পাওয়া গেছে। সাংবাদিকতা আর লেখালেখি জীবনের নানা অভাব, অভিযোগ, ঘৃণা ও সাংবাদিকতা পেশার দায়িত্বও বারবার ফুটে উঠেছে। আবার তিনি অনেক প্রশ্ন-উত্তর প্রসঙ্গ এড়িয়ে গেছেন, যে প্রশ্ন-উত্তরগুলো তার বিভিন্ন সাক্ষাৎকার বা লেখায় থাকা উচিৎ ছিলো। তবে সব মিলিয়ে বই দুটিতে সাহিত্য আর সাংবাদিকতার সংমিশ্রয় রয়েছে এবং বই দুটি ইতিহাসের অংশ হিসেবে অনেক পাঠকের হৃদয় জয় করবে এবং ইতিহাসের গবেষণায় রেফারেন্স হিসেবে কাজে লাগবে। আবার কেউ কেউ বই দুটিতে মনজুর আহমদ ও তার স্ত্রী রেখা আহমদ (প্রখ্যাত অভিনেত্রী) এর ঘটনাগুলো না থাকারও অভিযোগ করেন।