বাদশা বুলবুলের গানে মুগ্ধ দর্শকশ্রোতা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:১৩ এএম, ১ নভেম্বর ২০২৫ শনিবার
পুরনো দিনের আবেগ ও মানুষের হৃদয় ও মনে প্রাণে মিশে যাওয়া গানগুলি যে এখনো মানুষ ভুলে যায়নি তা প্রমান হলো আবার। ‘ফুলকলি ফাউন্ডেশন অব আমেরিকা এবং জ্যামাইকা বাংলাদেশী সিনিয়র সিটিজেন ক্লাব আয়োজিত’ সুরের বাদশা বুলবুল এর গান। গত ২৫ অক্টোবর জ্যামাইকার ষ্টার কাবাব পার্টি হলে সংগঠনের প্রেসিডেন্ট বেলাল আহমেদ-এর উদ্যোগে ওই অনুষ্ঠানে ছিল শ্রোতাদের উপচেপড়া ভিড়। আর এই দৃশ্য ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। পিনপতন শব্দ সহকারে উপস্থিত শ্রোতারা প্রাণভরে হারানো দিনের অন্তরে গেঁথে থাকা বিশিষ্ট শিল্পী বুলবুল এর গাওয়া গানে হারিয়ে যান তাদের কৈশোরের প্রাণচাঞ্চল্যের দিনগুলিতে। আহসান হাবিবের সঞ্চালনায় শিল্পী বুলবুল বাংলা, উর্দু ও হিন্দি জনপ্রিয় গানগুলি পরিবেশন করেন। তার মধ্যে ছিল বিখ্যাত শিল্পীদের গাওয়া বাংলা গানের মধ্যে ছায়া-ছবির গান, ভারতীয় বাংলা, নজরুলগীতি ও আধুনিক গান। এছাড়াও ছিল ভারতের ও পাকিস্তানের শিল্পীদের গাওয়া সর্বজন প্রিয় ও আকর্ষণীয় গানসমূহ। তবে সব চেয়ে মনকারা ও আকর্ষণীয় ব্যাপার হলো শিল্পীর গাওয়া প্রতিটি গানেই ছিল অরজিনাল শিল্পীর গায়কী ভঙ্গিমা ও তাদের আওয়াজ। মনে হচ্ছিলো গানগুলি যেন আসল শিল্পীর কণ্ঠেই শুনছি। বুলবুল তার পছন্দ গান ছাড়াও শ্রোতাদের অনুরোধের গানও গেয়ে শুনান। সর্বশেষে জনপ্রিয় গান ‘দমাদম মাস্টক্যালেন্ডার’ গানটি দিয়ে ওই দিনের অনুষ্ঠান সমাপ্তি হয়। ওই সময় পুরো অডিয়েন্স এক সাথে গানটি শেয়ার করেন। বুলবুল ছাড়াও এদিন সংগীত পরিবেশণ করেন স্থানীয় শিল্পী নিপা জামান ও বুলবুলের এর বোন পলি সায়ন্তনী। এমন একটি অনুষ্ঠান উপহার দেয়ার জন্য উপস্থিত সবাই বেলাল আহমেদকে অসংখ্য ধন্যবাদ জানান। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বেলালের এই উদ্যোগকে স্বাগত জানান নাসির খান পল, ফখরুল আলম, মনোয়ারুল ইসলাম, ফখরুল ইসলাম দেলোয়ার, ফরিদ আলম, অনিক রাজ,সাবান মাহমুদ, কামরুল ইসলাম সনি, আহসান হাবিব, কাজি জহির, লুৎফুন্নেসা বেলাল, বেলাল চৌধুরী , আবু তালেব চান্দু,
