প্রথম দিন অফিস করে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৭ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার
একাদশ সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিজয়ী হওয়া ড. এ কে আব্দুল মোমেন নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করেন তিনি।
প্রথম দিনে অফিসে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ড. মোমেন। এর আগে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোমেন বলেন, ২০২১, ২০৩০ ও ২০৪১ সালের রূপরেখা অর্জনের জন্য আমরা বিদেশি বন্ধু রাষ্ট্রের সহযোগিতা ও অংশীদারিত্ব কামনা করি। প্রধানমন্ত্রী আঞ্চলিক সম্পর্ক দৃঢ় করার ওপর জোর দিয়েছেন।
তিনি আরো বলেন, দৃঢ় ভিত্তি, বিশ্বাস ও সার্বভৌমত্বের ভিত্তিতে আমরা বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো সঙ্গে অংশীদারিত্ব চাই। রূপরেখা অর্জনের জন্য যে বিনিয়োগ দরকার সেটির ক্ষেত্রে আমরা সহায়ক ভূমিকা পালন করবো, অন্যান্য মন্ত্রণালয়কে সহায়তা করবো। আমরা ইতোমধ্যে অর্থতৈনিক কূটনীতির উদ্যোগ নিয়েছি।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব এম শহিদুল হক উপস্থিত ছিলেন।
