ঘূর্ণিঝড় ‘মোন্থা’র তাণ্ডব: অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টি
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:১৮ এএম, ২৯ অক্টোবর ২০২৫ বুধবার
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ মঙ্গলবার সন্ধ্যা থেকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবল শক্তি নিয়ে আঘাত হানে। ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে বইছে বাতাস, সঙ্গে ভারী বৃষ্টি ও উত্তাল সমুদ্র। উপকূলীয় এলাকা কাকিনাড়া ও তার আশপাশে ঝড়ো হাওয়া বইছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানায়, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে কাকিনাড়া ও মাছলিপত্তনমের মধ্যবর্তী উপকূল অতিক্রম করবে। পরবর্তী কয়েক ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে পৌঁছাতে পারে।
ঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের ৩৯টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি তেলেঙ্গানা ও তামিলনাড়ু রাজ্যে অরেঞ্জ ও ইয়েলো সতর্কতা ঘোষণা করা হয়েছে। এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় একাধিক রাজ্যে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু স্থানীয় প্রশাসন, সাংসদ ও জনপ্রতিনিধিদের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।
আইএমডি সতর্ক করে জানিয়েছে, ঝড়ের প্রভাবে নিচু এলাকা ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃষকদের পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সবাইকে আবহাওয়ার আপডেট জানতে ও সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
‘মোন্থা’র কারণে গন্নাভরম বিমানবন্দরে ৩০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিশাখাপত্তনম বিমানবন্দর থেকেও মঙ্গলবার সব ফ্লাইট স্থগিত রয়েছে। এছাড়া ওড়িশা ও বিশাখাপত্তনম রুটে অন্তত ৩২টি দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ২৯ অক্টোবর পর্যন্ত বিশাখাপত্তনম–তিরুপতি, বিশাখাপত্তনম–চেন্নাই, বিশাখাপত্তনম–কিরণদুল ও বিশাখাপত্তনম–কোরাপুট রুটে ট্রেন চলবে না। সব মিলিয়ে ৬৫টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে।
সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
