বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

সোনার দামে বড় দরপতন, ভরিতে কমেছে ১০ হাজার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৫৫ এএম, ২৯ অক্টোবর ২০২৫ বুধবার

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের দরপতন ঘটেছে। সর্বশেষ মূল্য সমন্বয়ে ভরিপ্রতি ১০ হাজার ৪৭৪ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা।

 

এর আগে এই ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছিল ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকায়। এত বড় পরিমাণে দাম একবারে কমানো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ইতিহাসে বিরল ঘটনা।

 

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম হ্রাস পাওয়ায় সার্বিকভাবে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এই হার বুধবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হবে।

 

বাজুসের ঘোষণায় বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানের ওপর ভিত্তি করে মজুরি কিছুটা কমবেশি হতে পারে।

 

পূর্বের দামের তুলনায় এবার—

 

২১ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা

 

১৮ ক্যারেটের ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা

 

সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৮ হাজার ৮৪২ টাকা

 

স্বর্ণের দাম কমলেও রূপার মূল্য অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়।

২১ ক্যারেট রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা, আর সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

 

তথ্যসূত্র: বাজুস