সোমবার   ২৭ অক্টোবর ২০২৫   কার্তিক ১১ ১৪৩২   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩২ এএম, ২৭ অক্টোবর ২০২৫ সোমবার

বৈধ কাগজপত্র ছাড়া সৌদি আরবে অবস্থানের অভিযোগে গত সপ্তাহে প্রায় ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে।

 

শনিবার (২৬ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহে ১৪ হাজার ৩৯ অবৈধ প্রবাসীকে দেশে পাঠানো হয়েছে। বসবাস, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

মন্ত্রণালয় জানায়, অক্টোবরের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে নিরাপত্তা বাহিনী দেশজুড়ে যৌথ অভিযান চালায়। এতে ২২ হাজার ৬১৩ জনকে গ্রেফতার করা হয়। তারা সবাই সৌদি আইনের বিভিন্ন বিধান লঙ্ঘন করেছেন। এর মধ্যে ১৩ হাজার ৬৫২ জন আবাসন আইন, চার হাজার ৩৯৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ৫৬৭ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হন।

 

বিবৃতিতে জানানো হয়, ২৩ হাজার ২১ জনকে ভ্রমণ নথি প্রস্তুতের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। এছাড়া ৩ হাজার ৯৩৯ জনকে দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্নের প্রক্রিয়া চলছে।

 

গালফ নিউজ জানিয়েছে, বর্তমানে ৩১ হাজার ৩৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ২৯ হাজার ৮১৪ জন পুরুষ ও ১ হাজার ৫৬০ জন নারী রয়েছেন।

 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সতর্কবার্তায় বলা হয়েছে, অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন বা নিয়োগে সহায়তাকারীরা ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল (প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা) জরিমানার মুখে পড়তে পারেন। এছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তিও জব্দ করা হতে পারে।