পার্কচেষ্টারের আইনশৃংখলা নিয়ে আলোচনা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪১ এএম, ২৫ অক্টোবর ২০২৫ শনিবার
বাংলাদেশি কমিউনিটির সাথে ব্রংকস ব্যরো এসিসট্যান্ট কমিশনার অ্যাল্ডেন ফস্টার মতবিনিময় সভা করেছেন গত বুধবার এশিয়ান ড্রাইভিং স্কুলে। সভায় পার্কচেস্টার এলাকার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। এলাকায় সম্প্রতি গাড়ি চুির বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। সভায় কমিউনটি নেতৃবৃন্দেও মধ্যে উপস্থিত ছিলেন এম এন মজুমদার,লে. বেলাল উদ্দীন, আলা উদ্দীন, রেজা আব্দুল্লাহ,তুষার পিক,সিপিএ জাকির চৌধুরী,ইব্রাহিম বারো ভুইঁয়া, মাহবুব রহমান,জামাল আহমেদ,ইফতি চৌধুরী ও মামুন ইসলাম।
