শনিবার   ২৫ অক্টোবর ২০২৫   কার্তিক ১০ ১৪৩২   ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

আপার ডার্বিতে বাংলাদেশি প্রার্থীদের পরিচিতি সভা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৯ এএম, ২৫ অক্টোবর ২০২৫ শনিবার

 

 
পেনসিলভেনিয়া রাজ্যের আপার ডার্বি টাউনশিপে আগামী ৪ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহণকারী তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ঢাকা ক্লাব পার্টি সেন্টারে।
ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাঈদুজ্জামান ড্যানি - টাউনশিপ ট্রেজারার, মোহাম্মদ আরিফ হোসেন - স্কুল বোর্ড ডিস্ট্রিক্ট পদ ও সায়মা দিশা - ৭ম ডিস্ট্রিক্ট কাউন্সিলর।
চার শতাধিক বাংলাদেশির উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়। উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন স্তরের নেতা, তরুণ প্রজন্ম, নারী সংগঠক ও মূলধারার রাজনীতিবিদরা। অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব পরিচালনা করেন সাইকুল ইসলাম, দ্বিতীয় পর্ব পরিচালনা করেন প্রাক্তন কাউন্সিলর শেখ সিদ্দিক।
 
 

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বক্তারা বলেন, “দল-মত নির্বিশেষে যোগ্য প্রার্থীদের বিজয়ের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির মর্যাদা আরও উজ্জ্বল করতে হবে।”