শুক্রবার   ২৪ অক্টোবর ২০২৫   কার্তিক ৮ ১৪৩২   ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

সরিয়ে দেওয়া হলো নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৬ এএম, ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার

 

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

 

মোহাম্মদ ইউসুফ চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। গত বছরের ১০ নভেম্বর তিনি দুই বছরের জন্য চুক্তিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান।

 

সরকারি সূত্র জানায়, সাম্প্রতিক প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে তাকে বর্তমান পদ থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।