শুক্রবার   ২৪ অক্টোবর ২০২৫   কার্তিক ৮ ১৪৩২   ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

বড় জয়ে সিরিজ বাংলাদেশের

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২৮ এএম, ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার

সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মিরপুরে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে ব্যাট করে বাংলাদেশ করে ২৯৬ রান। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১১৭ রানে। ১৭৯ রানের বড় জয়ে ম্যাচের সঙ্গে সিরিজ নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের দল। রানের হিসেবে এটি বাংলাদেশের দ্বিতীয় বড় জয়।

 

বাংলাদেশ সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। তাতে ওয়ানডে র‌্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজ নয়ে, বাংলাদেশ দশেই থাকবে। বাংলাদেশের পয়েন্ট হবে ৭৬, ওয়েস্ট ইন্ডিজের ৭৯।

 

আজ বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভুগছিল ক্যারিবিয়ানরা। স্কোরবোর্ডে ৪৬ রান তুলতেই হারায় ৪ উইকেট। ইনিংসের ১৯তম ওভারে দুই উইকেট হারিয়ে আরও চাপে পড়ে শাই হোপের দল। সেই দুটিই নেন রিশাদ হোসেন। তখন দলের রান ৬৩।

 

৮২ রানে ৮ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। গুড়াকেশ মোতিকে এলবিডব্লু করে ম্যাচে নিজের তৃতীয় উইকেট পান রিশাদ। যা সিরিজে রিশাদের ১২তম উইকেট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যা বাংলাদেশের কোনো স্পিনারের সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল আরাফাত সানির, ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০টি।

 

এরপর বাংলাদেশের জয়টা ছিল সময়ের ব্যাপার। আকিল হোসেনের ২৭ রান শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে।