আইসল্যান্ডে প্রথমবার মশার দেখা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৩৬ এএম, ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

আইসল্যান্ডে প্রথমবারের মতো মশা পাওয়া গেছে। অক্টোবরের প্রথম দিকে কেজোস এলাকায় তিনটি মশা ধরা পড়ে। এটি নিশ্চিত করেছেন আইসল্যান্ডের প্রাকৃতিক ইতিহাস সংস্থার entomologist ম্যাথিয়াস আলফ্রেডসন।
মশাগুলোর সন্ধান প্রথমবার প্রকাশ করেছিলেন স্থানীয় entomologist ব্জর্ন হজাল্টাসন। তিনি ফেসবুক গ্রুপ Skordýr á Íslandi (আইসল্যান্ডে কীটপতঙ্গ)–এ এই তথ্য শেয়ার করেন।
ব্জর্ন জানান, “১৬ অক্টোবর সন্ধ্যায় আমি আমার ‘ওয়াইন ব্যান্ডে’ (রক্তিম রঙের বেইন্ড যা কীটপতঙ্গ আকর্ষণ করতে ব্যবহার করি) একটি অদ্ভুত আকৃতির পোকা দেখেছি। সঙ্গে সঙ্গে আমার ধারণা হয় এটি মশা হতে পারে এবং দ্রুত এটি সংগ্রহ করি। এটি ছিল একটি স্ত্রী মশা।”
এরপর তিনি আরও দুইটি মশা খুঁজে পান। আইসল্যান্ডের প্রাকৃতিক ইতিহাস সংস্থা এগুলো বিশ্লেষণের জন্য নেন এবং নিশ্চিত করেন যে এগুলো সত্যিই মশা।
ম্যাথিয়াস আলফ্রেডসন জানিয়েছেন, এই মশা সম্ভবত স্থায়ীভাবে এখানে থাকতে পারে। এটি Culiseta annulata প্রজাতির, যা অত্যন্ত ঠান্ডা সহনশীল। শীতকালে মশাগুলো প্রায়ই ছায়াযুক্ত স্থান যেমন বেসমেন্ট বা পশুখাদ্য ঘরে নিজেকে উষ্ণ রাখে।
আইসল্যান্ডে মশার আবির্ভাব খুবই গুরুত্বপূর্ণ। বিমানবাহিত মশা কখনও কখনও দেশে প্রবেশ করলেও, মাটি থেকে মশা পাওয়া এ প্রথম ঘটনা। বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছিলেন যে, মশা একদিন আইসল্যান্ডে পৌঁছাবে, বিশেষ করে ২০১৫ সালে ‘বাইটিং মিডজ’ এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর।