মঙ্গলবার   ২১ অক্টোবর ২০২৫   কার্তিক ৫ ১৪৩২   ২৮ রবিউস সানি ১৪৪৭

ট্রাম্পের মন্তব্যের পর যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূত সরিয়ে নিল কলম

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:২৫ এএম, ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ড্যানিয়েল গার্সিয়া-পেনাকে প্রত্যাহার করেছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে সাহায্য বন্ধের হুমকি দেয় এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার মধ্যেই এই খবর এলো।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে রাষ্ট্রদূত ইতিমধ্যেই বোগোতায় প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছেছেন বলে জানিয়েছে। এর আগে রবিবার পেত্রোকে ‘মাদকচক্রের নেতা’ বলে অভিহিত করেন ট্রাম্প।

 

একসময় দুই দেশ একে অপরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হলেও বেশ কিছুদিন ধরেই বোগোতার সঙ্গে ওয়াশিংটনের রেষারেষি চলছে। পেত্রোর সর্বশেষ অভিযোগ, ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক হামলা। ট্রাম্প প্রশাসন দাবি করছে— এসব হামলা ভেনেজুয়েলা থেকে আসা মাদকবাহী জাহাজগুলো লক্ষ্য করে চালানো হয়েছে। এই হামলায় ১২ জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং সেখানে একজন কলম্বিয়ান নাগরিক নিহত হয়।

 

অনেকেই বিষয়টি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছেন। প্রেসিডেন্ট পেত্রো এই হামলার কড়া সমালোচনা করেছেন। রবিবার সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, কলম্বিয়ায় মার্কিন সাহায্য বন্ধ করা হবে এবং যদি প্রেসিডেন্ট পেত্রো মাদক পাচার রোধে যথেষ্ট পদক্ষেপ না নেন, তাহলে যুক্তরাষ্ট্র নিজেই সেই কাজ করবে।