ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:১৫ এএম, ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকা দুই সিনিয়র সচিব ও সাত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন: সিনিয়র সচিব মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান, সচিব মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এ মতিউর রহমান ও শফিউল আজিম।
তারা সবাই বিভিন্ন সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং জনস্বার্থে তাদেরকে অবসর প্রদান করা হয়েছে। নিয়ম অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন। আদেশ জারির সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে।