শুক্রবার   ১৭ অক্টোবর ২০২৫   কার্তিক ২ ১৪৩২   ২৪ রবিউস সানি ১৪৪৭

ল’সোসাইটির ফ্যামিলি নাইট অনুষ্ঠিত

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:১০ পিএম, ১৭ অক্টোবর ২০২৫ শুক্রবার


 
বাংলাদেশী আইনজীবী, এটর্নী, ব্যারিস্টার ও ল’ ডিগ্রীধারীদের প্রফেশনালদের সংগঠন বাংলাদেশ ল’সোসাইটি ইউএসএ’র বার্ষিক ফ্যামিলি নাইট-২০২৫ গত ১২ অক্টোবর জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। 
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা অ্যাডভোকেট কাজী শামসুদ্দোহা, এটর্নী খায়রুল বাসার, সোসাইটির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাবেক সভাপতি অ্যাডভোকেট ও বর্তমান উপদেষ্টা নাসির উদ্দিন, ব্যারিস্টার মিজানুর রহমান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বশির আহমদ, এটর্নী মুনজের আহমেদ মজুমদার। ফ্যামিলি নাইট-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব আলম ও অ্যাডভোকেট রেদোয়ানা রাজ্জাক (সেতু) এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নব নির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সামিউল করিম আলমঙ্গীর, কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোনিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরিফুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক মো: সাইদুর রহমান। এছাড়া অনেক আইনজীবী ও সুধী জন পরিবারসহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের র‌্যাফেল ড্র’র মাধ্যমে বিভিন্ন পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি ও নৃত্য পরিবেশিত হয়।