বুধবার   ১৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ৩০ ১৪৩২   ২২ রবিউস সানি ১৪৪৭

মাদাগাস্কারের ক্ষমতা নিল সেনাবাহিনী

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১২ এএম, ১৫ অক্টোবর ২০২৫ বুধবার

মাদাগাস্কারের শাসন ক্ষমতা নিয়েছে দেশটির সামরিক বাহিনী। মঙ্গলবার ভারত মহাসাগরের দ্বীপটির দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন জেন-জি আন্দোলনে বিদ্রোহী সেনাদের নেতৃত্বে থাকা একজন কর্নেল।

 

দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা জেন-জি আন্দোলন ও নিরাপত্তা বাহিনীর মুখোমুখি অবস্থার মধ্যে দেশ ছেড়ে পালানোর পর সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

 

কর্নেল মাইকেল র‌্যান্ড্রিয়ানিরিনা বলেন, ‘আমরা ক্ষমতা গ্রহণ করেছি।’ তিনি সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারী জেন-জিদের আন্দোলনে যোগ দেওয়া বিদ্রোহী সৈন্যদের নেতৃত্বে ছিলেন।

 

তিনি দেশটির জাতীয় রেডিওতে বলেন, নিম্নকক্ষ বা জাতীয় সংসদ বাদে সামরিক বাহিনী সব প্রতিষ্ঠান ভেঙে দিচ্ছে। এমনেটা ঘোষণার কিছুক্ষণ আগে এই সংসদ প্রেসিডেন্ট রাজোয়েলিনার অভিশংসনের পক্ষে ভোট দেয়।

 

পূর্ব আফ্রিকার উপকূলবর্তী এই দ্বীপদেশে অস্থিরতায় ভরা ওই দিনে ৫১ বছর বয়সী রাজোয়েলিনা এক ডিক্রির মাধ্যমে জাতীয় সংসদ বিলুপ্ত করার চেষ্টা করেন।

 

ফরাসি সামরিক বিমানে করে দেশ ছাড়লেও পদত্যাগ করতে রাজি হননি রাজোয়েলিনা। প্রায় সপ্তাহব্যাপী সরকার পতনের আন্দোলন চলছিল।

 

রাজোয়েলিনা দাবি করেছেন, তিনি জীবনের হুমকির কারণে একটি নিরাপদ স্থানে গেছেন। বিরোধী দলের এক কর্মকর্তা, এক সামরিক সূত্র ও এক বিদেশি কূটনীতিকের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তিনি রবিবার ফরাসি সামরিক বিমানে দেশ ছেড়েছেন।

 

এই ক্ষোভ অন্যান্য দেশের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সাম্প্রতিক বিক্ষোভগুলোর প্রতিধ্বনি যেমন নেপাল ও মরক্কোতে দেখা গেছে।