মাহিদুর রহমানকে যুক্তরাষ্ট্র বিএনপির সংবর্ধনা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১৩ এএম, ১১ অক্টোবর ২০২৫ শনিবার

বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমানকে সংবর্ধনা দিল নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি। সংবর্ধিত মাহিদুর রহমান বলেছেন, বিএনপি একটি দেশ প্রেমিক ও গণতান্ত্রিক দল। জনগনের সরকার প্রতিতষ্টার মাধ্যমে জনগনের কল্যাণ সাধনই
হচ্ছে এই বিএনপির প্রধান কাজ। ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বে যদি সরকার প্রতিষ্টিত হয় তাহলে প্রবাসীদের সকল সমস্যার সমাধান করবে। গত ৩ অক্টোবর নিউইয়র্কের ব্রঙ্কসে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখেন।
নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভুইয়া,বিএনপি নেতা ডাঃ আব্দুস সবুর, মোহাম্মদ শাহজাহান শেখ, জাফর তালুকদার এজিএম জাহাঙ্গীর হাসাইন,আব্দুর রহিম, শরিফুল হক খালিশদার,বিলাল চৌধুরী , আকিব হোসেন, লিয়াকত আলী, আনোয়ারুল আলম ভূইয়া, আলী রাজা, সেবুল খান মাহবুব শাহ কামাল উদ্দিন, সুলতান মাহমুদ সিদ্দিকি,দেলওয়ার হোসেন, তপদির রায় বোরন, জিল্লুর রহমান খান ,আসাদুজ্জামান আজাদ ও মোহাম্মদ আমিন জুহেল।
মাহিদুর রহমান বলেন আওয়ামীলীগকে রাজনৈতিক দল বলা যায় কি না সন্দেহ আছে। তারা গত ১৭ বছর সাধারণ মানুষের ওপর যেভাবে নির্যাতন করেছে তা ইতিহাসে বিরল। ফাসিষ্ট আওয়ামীলীগ দুর্নীতির মাধ্যমে পুরো দেশকে নিঃশেষ করে দিয়েছে। গণতন্ত্র কিংবা দেশ নয় দুর্নীতি করে অবৈধ সম্পদের পাহাড় গড়া ছিল তাদের মূল লক্ষ্য। বিএনপির ষাট হাজার নেতাকর্মী আওয়ামী ফাসিষ্টদের খুন ও গুমের শিকার হয়েছে। এসকল অন্যায় অত্যাচারের বিচার এক দিন দেশের মাটিতে হবে।দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে দেশে আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করা প্রয়োজন । সেই লক্ষ্যে বিএনপি জননেতা তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে।আগামী নির্বাচনে বিএনপি যাতে জয়ী হতে পারে সে লক্ষ্যে দলের সকল নেতাকর্মীদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খলিলুর রহমান,খন্দকার আব্দুল বাকি, , বেগ ইসলাম মিটু , সেলিনা আক্তার, আব্দুল মোক্তাদির, আবুল আজাদ , ফখরুল ইসলাম চৌধুরী , মোঃ আসিফ মিয়া, মোঃ মুস্তাফিজুর রহমান প্রিন্স,মোঃ নজরুল ইসলাম, ,হাবিব আহমদ ,মোঃ আব্দুল কাদের , আব্দুল আহাদ হেলাল, ,মোঃ দেলোয়ার হোসেন, মোঃ ইউছুপ হাওলাদার, মোহাম্মদ জাকির হোসাইন বাচ্চু, শাহ জাহান টিপু , মোঃ বাদল, মোশাররাফ হোসেন, নজরুল ইসলাম , আজাদুর রহমান আলমগীর , শামীম আহমদ, রুবেল আহমদ রুহেল, আব্দুল মুক্তাদির, আব্দুল মালিক, জামাল হোসেন, আব্দুল হামিদ, আকবর আলী, আব্দুল মালেক রুকন, আহাদ মি, দিলাওয়ার হোসাইন, ফরিদ উদ্দীন,এম, এ, মাজেদ এম,ডি, হানিফ মাহবুব চৌধুরী ও মাহবুবুর রহমান।