সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

ফাহাদ জেবিবিএ’র কেউ নন

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৮ এএম, ১১ অক্টোবর ২০২৫ শনিবার


 
ফাহাদ সোলায়মান জ্যাকসন হাইটস বিজনেস এসোসিশেনের নির্বাচিত প্রতিনিধি ও সাধারণ সম্পাদক নন। নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে তিনি নিজেকে ব্যবসায়ী নেতা হিসেবে যেভাবে দাবি করছেন তা নীতি বহির্ভূত। মামদানির প্রতি প্রবাসী বাংলাদেশিদের আবেগ ও ভালোবাসাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্য একজন মেয়র প্রার্থীকে নিয়ে তার লম্ফঝম্প অনেকেই ভালো চোখে দেখছেন না। এতে কমিউনিটিতে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নিজেকে ডেমোক্র্যাট দাবি করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে তার অবস্থান নৈতিকতারও স্খলন বলে অনেকে অভিমত ব্যক্ত করেছেন। জেবিবিএ’র সভাপতি হারুন ভূইঁয়া আজকালকে বলেন, নৈতিকভাবে সে আর আমাদের কমিটির সাধারণ সম্পাদক নেই। তার কর্মকান্ড বির্তকিত। এদিকে অনেকে তার ব্যবসার অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। এমন একজন ব্যক্তি জেবিবিএ’র সাধারন সম্পাদক হন কিভাবে?