সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

সোসাইটির ভবনের স্বপ্ন পূরণের পথে

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৬ এএম, ১১ অক্টোবর ২০২৫ শনিবার


 
বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদ ও বোর্ড অব ট্রাস্টির  যৌথ সভা গত ৫ অক্টোবর, রোববার বাংলাদেশ সোসাইটি ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহ এম নেওয়াজ। বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের পরিচলনায় সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য- হারুনও রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী,  আবুল কাশেম চৌধুরী,  মুনসুর আহমদ ও হাছান খান।
বোর্ড অব ট্রাস্টি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আজহারুল হক মিলন, আজিমুর রহমান বোরহান, আতোয়ারুল আলম, আব্দুর রহিম হাওলাদার, ডাঃ মোঃ এনামুল হক, জুনেদ আহমেদ চৌধুরী, ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবিব এবং নাঈম টুটুল।
সভার শুরুতে সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ আলী সংগঠনের আগামী দিনের পরিকল্পনা এবং বর্তমান বিভিন্ন বিষয় বোর্ড অব ট্রাস্টির সদস্যদের কাছে তুলে ধরেন। প্রথমে ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় ৫০ বছর পূর্তি উদযাপনের আপডেট তুলে ধরেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এবং উদযাপন কমিটির আহবায়ক মোঃ মহিউদ্দিন দেওয়ান। এরপর একে একে বোর্ড অব ট্রাস্টির সদস্য ও কার্যকরী পরিষদের সদস্যরা এই বিষয়গুলোর উপরে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
এদিকে প্রথম যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী সোসাইটির জন্য একটি নতুন ভবন কেনার বিষয়ে যে সিদ্ধান্ত গৃহীত হয় তার অগ্রগতি বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও সভাপতি উপস্থিত সকলের কাছে তুলে ধরেন। এ সময় সাধারণ সম্পাদক বলেন জামাইকার হিল সাইডের ১৮৯-১০ হিল সাইড এভিনিউ-এ ৪.৯ মিলিয়ন ডলারে ভবনটি ক্রয়ের প্রস্তাব দিলে মালিকপক্ষ তাতে সম্মতি প্রদান করে কন্ট্রাক্ট রেডি করেছে। এসময় তিনি কন্ট্রাক্ট সাইন করা না করার বিষয়ে উপস্থিত সকলের মতামত জানতে চান তখন সকলে কন্ট্রাক্ট সাইন করার পক্ষে তাদের মতামত দেন। সকলকে অবহিত করা হয় কন্টাক্ট সাইন এর সাইনিং অ্যামাউন্ট প্রায় ২০০ হাজার ডলার সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহ নেওয়াজ প্রদান করবেন। এছাড়া ভবনের কন্ট্রাক্ট সাইন সম্পন্ন হলে বিশাল এই অর্থ জোগানের জন্য কমিউনিটির সকলের কাছে ফান্ড রাইজিং করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।