বুধবার   ০৮ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৩ ১৪৩২   ১৫ রবিউস সানি ১৪৪৭

হিজাবে দীপিকা, দাড়িতে রণবীর— নতুন রূপে আলোচনায় দম্পতি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫০ এএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

সম্প্রতি কন্যার নাম দুয়া রাখার পর থেকেই আলোচনায় বলিউড তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। মুসলিম ঘরানার নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখেও পড়েছিলেন তারা। এবার আবারও নতুন রূপে হাজির হয়ে চমকে দিলেন ভক্তদের।

 

সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে, হিজাব পরেছেন দীপিকা পাডুকোন, আর রণবীরের মুখভর্তি দাড়ি। দুজনকে দেখা গেছে আবুধাবির রাস্তায় ঘুরে বেড়াতে এবং দর্শকদের শহরটি ঘুরিয়ে দেখাতে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই ভেবেছিলেন এটি কি নতুন কোনো সিনেমার অংশ?

 

তবে জানা যায়, এটি আবুধাবির পর্যটন বিভাগের জন্য নির্মিত একটি বিজ্ঞাপন। মা হওয়ার পর এই প্রথম একসঙ্গে কোনো প্রকল্পে কাজ করেছেন দীপিকা ও রণবীর। দুবাই-আবুধাবির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই দীপিকা হিজাব পরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়।

 

ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে প্রশংসার বন্যা বইছে। কেউ লিখেছেন, ‘মাশাআল্লাহ, অপূর্ব লাগছে দীপিকাকে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘হিজাবে যেন আরও বেশি সৌন্দর্য ছড়াচ্ছেন তিনি।’

 

তবে পেশাগত জীবনে এখন কিছুটা মন্দায় আছে এই তারকা দম্পতির। গত দুই বছরে রণবীরের কোনো উল্লেখযোগ্য সিনেমা নেই, অন্যদিকে দীপিকাও কয়েকটি বড় বাজেটের প্রজেক্ট থেকে বাদ পড়েছেন।

 

তবুও এই নতুন বিজ্ঞাপনেই যেন ফের আলোচনায় চলে এসেছেন বলিউডের সবচেয়ে গ্ল্যামারাস দম্পতি দীপিকা-রণবীর।