মঙ্গলবার   ০৭ অক্টোবর ২০২৫   আশ্বিন ২১ ১৪৩২   ১৪ রবিউস সানি ১৪৪৭

সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৪ এএম, ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

সব ধরনের ভিসায় ওমরাহ পালনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে রোববার একথা জানিয়েছে সৌদি গ্যাজেট।

 

এক প্রতিবেদনে সৌদি গ্যাজেট জানায়, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক ভিসা ও অন্য যেকোনো ধরনের ভিসাধারীরা সৌদি আরবে অবস্থানকালে ওমরাহ পালন করতে পারবেন।

 

ওমরাহ পালন সহজ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান স্বাচ্ছন্দ্য ও প্রশান্তির সঙ্গে করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত জুলাইয়ে ফেডারেল মন্ত্রিসভা ২০২৬ সালের হজ নীতি আনুষ্ঠানিক অনুমোদন করে।