বিসিবিতে বুলবুলের ডেপুটি ফারুক, শাখাওয়াত সহ-সভাপতি
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:১০ এএম, ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

নির্বাচিত হয়ে আসলে অবধারিতই ছিল আমিনুল ইসলাম বুলবুল আবার সভাপতি হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। হয়েছেও তাই। সন্ধ্যায় পরিচালক নির্বাচিত হওয়ার পর রাতে পরিচালকদের নিয়ে যে সভা অনুষ্ঠিত হয় তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বুলবুল।
গতবছর ৫ আগস্টের পর মন্ত্রণলায়ের মনোনয়নে বিসিবির সভাপতি হওয়া ফারুক আহমেদ সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হওয়ার পর তিনি হয়েছেন বুলবুলের ডেপুটি। কিন্তু নাজমুল আবেদীন ফাহিমকে দেখা যাচ্ছে না সহ-সভাপতি পদে।
নতুন আরেকজন সহ-সভাপতি যিনি হয়েছেন, তার নামটা বিস্ময়কর। ভোলা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে বিনা ভোটে পরিচালক হওয়া, ইউনিক হোটেল ও রিসোর্টসের সিইও শাখাওয়াত হোসেন বুলবুলের আরেকজন ডেপুটি নির্বাচিত হয়েছেন।