তীব্র তুষারঝড়ে এভারেস্টে আটকে পড়েছেন হাজারো পর্বতারোহী
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:১৮ এএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের দুর্গম তিব্বতীয় ঢালে ভয়াবহ তুষারঝড়ের কারণে প্রায় এক হাজার পর্বতারোহী ও পর্যটক আটকে পড়েছেন। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া প্রবল তুষারপাতের কারণে পর্বতের পূর্ব দিকের ক্যাম্প সাইটগুলোতে এই মানুষেরা আটকে পড়েছেন।
চীনের সংবাদমাধ্যম জানিয়েছে, ৪ হাজার ৯০০ মিটারের বেশি উচ্চতায় অবস্থিত এই এলাকায় বরফ সরিয়ে প্রবেশ পথ পরিষ্কার করতে কাজ করছে শত শত স্থানীয় গ্রামবাসী। সেই সাথে উদ্ধারকারী দলও মোতায়েন করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ইতোমধ্যে কিছু সংখ্যক পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে।
জানা গেছে, তিব্বতের ব্লু স্কাই রেসকিউ টিম একটি সাহায্যের আবেদন পেয়েছে। যেখানে জানানো হয় প্রবল তুষারপাতের জেরে বেশ কিছু তাঁবু ভেঙে পড়েছে। অনেকে হাইপোথার্মিয়ায় ভুগছেন। পরিস্থিতি মোকাবিলায় টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি শনিবার থেকে এভারেস্ট সিনিক এরিয়ায় টিকিট বিক্রি ও প্রবেশ বন্ধ করে দিয়েছে।
এই অঞ্চলে বর্তমানে চরম আবহাওয়া বিরাজ করছে। একদিকে যেমন এভারেস্টে তুষারঝড়, তেমনই প্রতিবেশী নেপালে গত দুদিনে প্রবল বৃষ্টিপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় সেতু ভেসে গেছে। কমপক্ষে ৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে, চীনে টাইফুন মাতমো আছড়ে পড়ায় প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে।
সূত্র: বিবিসি