জাতিসংঘের সামনে আ.লীগ-বিএনপির মারামারি
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২২ এএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বরতী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ২৬ সেপ্টেম্বর ভাষণ দানকালে দলীয় ব্যানারে জাতিসংঘ ভবনের সামনে পাল্টাপাল্টি ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় আওয়ামী লীগের নেতা জিআই রাসেল ভুল করে বিএনপির সমাবেশে ঢুকে পড়লে তাকে বেদম প্রহার করা হয়। পাশাপাশি বিএনপির রিয়াজ নামের একজনের হাতে ছাত্রলীগের কর্মী হৃদয় মিয়া মারধরের শিকার হয়েছেন। হৃদয় মিয়া ঘুষিতে আহত হবার পর পুলিশ বিএনপির কর্মীকে গ্রেপ্তার করে। একদিন পর তিনি জামিনে মুক্তি পান। এসময় কান্নাজড়িত কন্ঠে জি আই রাসেল বলেন, আমি ভূল করে বিএনপি’র সমাবেশের দিকে গেলে বিএনপি-জামায়াতের কর্মীরা আমাকে মেরেছে। পরবর্তীতে তিনি হাসপাতালে চিকিৎসা নেন বলে জানা যায়।
ম্যানহাটানের ফাস্ট এভিনিউ ও সেকেন্ড এভিনিউ’র মাঝে ৪৭ স্ট্রীট সংলগ্ন পার্কে আয়োজিত সমাবেশে সর্বস্তরের বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী অংশ নেন। ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ঢাক-ঢোল পিটিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি ‘জয়বাংলা, জয়বাংলা’ সহ নানা শ্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগ সহ বিভিন্ন ষ্টেট থেকে আগত দলীয় নেতা-কর্মীরা সমাবেশ থেকে ড. ইউনূস সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান তুলেন। তারা শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে তার পক্ষেও নানা শ্লোগান তুলেন।