ওম শক্তি মন্দিরে ভক্তদের উপচেপড়া ভিড়
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৯ এএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার

প্রতিবারের ন্যায় এবারও জ্যাকসন হাইটস এর ওম শক্তি মন্দিরে অসংখ ভক্ত অনুরাগীদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গোউৎসব -২০২৫। এবারের পূজা ঘিরে ছিল বিশাল আয়োজন, এর মধ্যে ছিল ধামাইল এর সাথে ঢাক বাজিয়ে অংশ নেন সকলের প্রিয় মহিতোষ তালুকদার। সূতিপা চৌধুরীর উপস্থাপনায় প্রতিদিন রাত ৮ টা থেকে ১১.৩০ পর্যন্ত চলে সংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন রথীন্দ্র নাথ রায়, বিপ্লব চক্রবর্তী, জয় শংকর চৌধুরী, শিল্পী কুন্ড, রণ্টি দাস, ঋতিকা বেনার্জি , দীপন মিত্র, কৃষ্ণা তিথি, চন্দ্রা রায়, রুনা রায়, ঋতুজ বেনার্জি, শাহ মাহবুব, মেহজাবিন মেহা, কিষান, বাপ্পি সৌম, দিনাত জাহান মুন্নি, মাধব ও মিঠুন দেব। প্রতিদিন দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পুষ্পাঞ্জলি এবং রাত ১১ টা পর্যন্ত চলে মহা প্রসাদ বিতরণ। পৌরোহিত্যেয় ছিলেন শ্রী প্রভাস চক্রবর্তী, শ্রী রণজিৎ ভাদুড়ী ও শ্রী শিবতোষ চক্রবর্তী । ২৭ সেপ্টেম্বর মহা ষষ্ঠী থেকে শুরু হয়ে ১লা অক্টোবর বুধবার দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন, প্রশস্তি বন্দনা , সিঁদুর দান উৎসব, ধামাইল নৃত্য ও আরতি ঢাকের তালে তালে অনুষ্ঠান মালা সম্পন্নের মধ্যে দিয়ে মহা দশমী অর্থাৎ প্রতিমা বিসর্জন করা হয়।
ওম শক্তি মন্দিরের সভাপতি শ্রী গৌরাঙ্গ রায়, সাধারণ সম্পাদক শ্রী স্বরূপ সাহা এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য গৌরাঙ্গ কুন্ডু , ডাঃ অশোক সাহা, দুলাল ভট্রাচার্য্য , জীবন চৌধুরী সহ অন্নান্যরা পূজায় আগত ভক্ত ও অতিথিদের পরিচর্যা এবং সার্বিক পরিস্থিতি পরিচালনা করেন ।