শনিবার   ০৪ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৮ ১৪৩২   ১১ রবিউস সানি ১৪৪৭

সার্বজনীন পূজা পরিষদ’র দূর্গা পূজা সম্পন্ন

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৩ এএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার


   

 
 গত ২৭ সেপ্টেম্বর থেকে ১ লা অক্টোবর পর্যন্ত মহা ধুমধামের সাথে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে আকর্ষণীয় ও বড় উৎসব শারদীয় দূর্গা পূজা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।  উড সাইড  এর দিব্যধাম সেবাশ্রম মন্দিরে উক্ত পূজার আয়োজক ছিলেন নিউ ইয়র্কের বৃহত্তম হিন্দু সংগঠন সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ইউএসএ, ইন্ক্। শনিবার ২৭ সেপ্টেম্বর থেকে ১ লা অক্টোবর পর্যন্ত সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভক্ত বৃন্দদের পদচারণায় পূজা মণ্ডপ ও  আশপাশের এলাকা ছিল মুখরিত।  বিশেষ করে মহিলা ভক্তদের উপস্থিতি ও পূজা অর্চনা ছিল চোখে পড়ার মতো।  ৫ দিন ব্যাপী পূজা উপলক্ষ্যে ছিল মহা আয়োজন।  উৎপল চৌধুরী ও তপু মন্ডল এর সঞ্চালনায় দূর্গা মায়ের বন্দনা সহ চলে লাইভ মিউজিক ভিবিন্ন শিল্পীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান। বিশেষ আকর্ষণ ছিল কলকাতা থেকে আগত সারেগামাপার শিল্পী শ্রেয়সী ভট্টাচার্য ও বিপ্লব চক্রবর্তীর গান।  এছাড়াও স্থানীয় শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন শাহ মাহবুব, কৃষ্ণা তিথি, প্রণব কর্মকার, তমা চক্রবর্তী, দেনাশীষ কর্মকার, মিতা কর্মকার, উদীপ্ত চৌধুরী, বিনা সরকার নির্জন, জুলি খাস্তগীর প্রমুখ।  বিশেষ আকর্ষণের মধ্যে ছিল ধামাইল নৃত্য ও ডান্ডিয়। 
১লা অক্টোবর বুধবার প্রতিমা বিসর্জন এর মধ্য দিয়ে এবারের শারদীয় দূর্গা পূজার পরিসমাপ্তি ঘটে। এ দিন অসংখ্য ভক্ত অনুরাগী অশ্রু সিক্ত  নয়নে মা দুর্গাকে বিদায় জানান।