ড.ইউনূসের সফরে ৫ জনই প্রেস সচিব
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৬ এএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার
জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের দীর্ঘ সফরসঙ্গীদের তালিকা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।সরকারি নথি ও বাংলাদেশের গণমাধ্যমে খবর বলছে, দায়িত্ব নেওয়ার পর প্রায় ১৪ মাসে ১৩ বার বিদেশ সফর করেছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও সরকারের অন্যান্য উপদেষ্টারাও নিয়মিত বিদেশ সফর করছেন। এর মধ্যেকোনো কোনো উপদেষ্টাকে 'গুরুত্বহীন' নানা অনুষ্ঠানেও তাদের অংশ নিতে দেখা গেছে বলেও সমালোচনা রয়েছে।
জাতিসংঘ অধিবেশনে সঙ্গী হয়েছিলেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের কয়েকজন প্রতিনিধিও। প্রেস টিমে ছিলেন ৫ জন। এই জনই প্রধান উপদেষ্টার প্রেস টিমের সদস্য। তারা হলেন প্রেস সেক্রেটারি শফিউল আলম, ডেপুটি সেক্রেটারি আজাদ মজুমদার, ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর, এসিসট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহমেদ ও সুচিশমিতা তিতি। প্রেস উইং এর ৫ জন সদস্য আসার কারন জানতে চাইলে কোন জবাব মেলেনি প্রেস সেক্রেটারির কাছ থেকে। প্রধান উপদেষ্টার সঙ্গে এই সফরে অন্তত ১০৪ জন তালিকাভুক্ত ছিলেন। বিশাল বহর নিয়ে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনাও দেখা দেয়।