যুক্তরাষ্ট্রে ভোটার আইডি আবেদন গ্রহন শুরু সোমবার
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩২ এএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার

যুক্তরাষ্ট্রে ভোটার আইডি আবেদন গ্রহন শুরু সোমবার থেকে শুরু হবে। প্রবাসী বাংলাদেশি যাদেও ন্যাশনাল আইডি নেই তারা যুক্তরাষ্ট্রে বসেই আবেদন করতে পারবেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্ক, লস এঞ্জেলস ও মায়ামীতে অবস্থিত কনস্যুলেট অফিসে এ আবেদন পত্র গ্রহন ও জমা দেয়া যাবে। প্রবাসীরা যাতে দেশের আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পাওে সে লক্ষেই এ কার্যক্রম শুরু হয়েছে। গেল সপ্তাহে উল্লেখিত শহরগুলোতে বাংলাদেশ থেকে টেকনিক্যাল টিম এসেছে। তারা অফিস ও যন্ত্রপাতি স্থাপনে কাজ করছেন।
বৃহস্পতিবার রাতে আজকালের সাথে আলাপকালে নিউইয়র্কস্থ কনসাল জেনারেল মোজাম্মেল হক বলেন, আগামী সপ্তাহ থেকেই কার্যক্রম শুরু হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা কাজ করছি।
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে কর্মরত প্রেস মিনিস্টার গোলাম মর্তুজার দৃষ্টি আর্কষন করলে তিনি আজকাল প্রতিনিধিকে বলেন, ভোটার আইডি/ন্যাশনাল আইডি প্রস্তুতির কাজ শুরু করার জন্য ঢাকা থেকে এক্সপার্ট টিম এসেছেন। কার্যক্রম সহসাই শুরু হবে।
প্রবাসীর যারা ন্যাশনাল আইডি করতে চান আবেদন পত্রের সাথে পাসপোর্ট/বার্থ সার্টিফিকেট কিংবা ২ জন ন্যাশনাল আইডিধারীর প্রত্যায়ন পত্র জমা দিতে হবে। এক্সপায়ার্ড পাসপোর্ট থাকলেও আবেদন করতে পারবেন। সাথে লাগবে পাসপোর্ট সাইজের ছবি।