শনিবার   ০৪ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৮ ১৪৩২   ১১ রবিউস সানি ১৪৪৭

এসাইলাম প্রার্থীদের বাৎসরিক ফি ১০০ ডলার

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩০ এএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার


 
এসাইলাম প্রার্থীদের বাৎসরিক ফি ১০০ ডলার। আবেদন ৩৬৫ দিনের বেশি পেন্ডিং থাকলে এই ফি প্রতি বছর ইউএসসিআইএস বা জাস্টিস ডিপার্টমেন্টে প্রদান করতে হবে। ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে। এসাইলাম আবেদনের ১ বছর পর আবেদনকারি এই ফি প্রদানের জন্য চিঠি পাবেন। এতে  ফি-এর পরিমাণ, কখন তা দিতে হবে, কীভাবে ফি দিতে হবে এবং পরিশোধ করতে ব্যর্থ হওয়ার পরিণতি কি হতে পারে তা উল্লেখ থাকবে। ১ অক্টোবর ২০২৪ থেকে এ আইন কার্যকর হয়েছে।
এ ব্যপারে এটর্নি মঈন চৌধুরী বলেছেন, বিষয়টি রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের জন্য অতীব গুরুত্বপূর্ন। প্রতি বছর ১০০ ডলার না দিলে আবেদন পত্র বাতিল হয়ে যাবে।