বিদেশি যাত্রীদের জন্য ভারতে চালু হচ্ছে ই-অ্যারাইভাল কার্ড
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:০৭ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

ভারতে প্রবেশ করতে যাওয়া বিদেশি যাত্রীদের আর বিমানবন্দরে দাঁড়িয়ে কাগজে ডিসএম্বারকেশন ফরম পূরণ করতে হবে না। আগামী ১ অক্টোবর থেকে চালু হচ্ছে নতুন ই-অ্যারাইভাল কার্ড ব্যবস্থা। এটি অনলাইনে পূরণ করে আগেই ইমিগ্রেশনের প্রক্রিয়া সহজ করা যাবে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ই-অ্যারাইভাল কার্ড চালু হওয়ায় বিমানবন্দরের কাউন্টারে যাত্রীদের লাইন কমে যাবে। এতে করে তাদের ভ্রমণের সময় কমে আসবে।
পূর্বে ভারতে যেসব বিদেশি আসতেন তাদের বিমানবন্দর থেকে ডিসএম্বারকেশন কার্ড নিতে হতো। এতে ব্যক্তিগত, ভ্রমণ এবং ইমিগ্রেশনের তথ্য যেমন— পাসপোর্ট নাম্বার, ফ্লাইটের বিস্তারিত, ভ্রমণের কারণ এবং ভারতের ঠিকানা লিখতে হতো। এরপর ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের ভারতে প্রবেশের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতেন।
আগামী ১ অক্টোবর থেকে কাগজের ডিসএম্বারকেশন কার্ড আর থাকবে না। এরবদলে ভ্রমণকারীদের ডিজিটাল ই-অ্যারাইভাল কার্ড পূরণ করতে হবে। যা বিশ্বের অনেক দেশে প্রচলিত রয়েছে।
ই-অ্যারাইভাল কার্ড পাওয়া যাবে indianvisaonline.gov.in/earrival এই ওয়েবসাইটে। যখন এটি সক্রিয়ভাবে চালু হবে তখন ভ্রমণকারীদের ভারতে আসার আগের পাঁচদিনের মধ্যে কার্ড নিতে হবে।
কার্ডটি পেতে কিছু তথ্য দিতে হবে। সেগুলো হলো— ভ্রমণকারীর সম্পূর্ণ নাম, জাতীয়তা, পাসপোর্ট নম্বর এবং ভারতে আগমনের তারিখ, ভারতে আসার উদ্দেশ্য। গত ছয় দিনে কোন কোন দেশ ভ্রমণ করেছেন, ভারতে তার ঠিকানা, ইমেল ঠিকানা, যোগাযোগের নম্বর এবং জরুরি যোগাযোগের বিস্তারিত তথ্যও প্রদান করতে হবে। একবার এই তথ্য জমা দেওয়া হলে যাত্রীরা তাদের ই-্অ্যারাইভাল কার্ডের একটি প্রিভিউ পাবেন। যা বিমানবন্দরে দেখাতে হবে।