মঙ্গলবার   ২৮ অক্টোবর ২০২৫   কার্তিক ১৩ ১৪৩২   ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শেখ হাসিনার বিদায় পছন্দ করেনি ভারত: ড. ইউনূস

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার


 
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্য ঘিরে আলোচনা সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেছেন, গত বছরের ছাত্র আন্দোলন-যার ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাটকীয় বিদায় ঘটে-সেটি ভারত পছন্দ করেনি। সেই কারণেই বর্তমানে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের টানাপোড়েন চলছে বলে প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

বক্তব্যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনর্জীবিত করার প্রস্তাবও দেন ড. ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্য ও সাগরপথে প্রবেশাধিকারের সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের এখন ভারতের সঙ্গে সমস্যা রয়েছে, কারণ তারা ছাত্রদের কর্মকাণ্ডকে ভালোভাবে নেয়নি।’ একই সঙ্গে অভিযোগ করেন, ভারতীয় গণমাধ্যমে ছড়ানো ‘ভুয়া সংবাদ’ এই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।