মঙ্গলবার   ২৮ অক্টোবর ২০২৫   কার্তিক ১২ ১৪৩২   ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ড.ইউনূস প্রবাসী সমাবেশ ভাষণ দেবেন শনিবার

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার


 
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২৭ সেপ্টেম্বর শনিবার প্রবাসীদের এক সমাবেশে বক্তব্য দেবেন। সমাবেশে অংশগ্রহণকারীদের আগে থেকে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।
এনআরবিকানেক্টটুডে ডটকম ওয়েবসাইটে নিবন্ধন করা যাচ্ছে। সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিউইয়র্কে কনসাল জেনারেল ১৭ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতাসহ বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় আরও জানানো হয়, সমাবেশে প্রধান উপদেষ্টার সূচনা বক্তব্যের পর বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধার কথা বলবেন বিডা ও অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। এরপরই সমাপনী বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা।

সমাবেশে ইউনূসের সফরসঙ্গী বিএনপি, জামায়াত এবং এনসিপির নেতারা বক্তব্য দেবেন কি না নিশ্চিত হওয়া যায়নি। সমাবেশটি অনুষ্ঠিত হবে জাতিসংঘ সংলগ্ন ম্যানহাটানের বিলাসবহুল একটি হোটেলের বলরুমে। এদিকে সমাবেশস্থলের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ সমমনা দলগুলো।