মঙ্গলবার   ২৮ অক্টোবর ২০২৫   কার্তিক ১২ ১৪৩২   ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

এবারের ভোটে পিআর পদ্ধতি নয়

মাসুদ করিম, ঢাকা থেকে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার


 
:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি হচ্ছে না। নির্বাচন কমিশন মনে করে, পিআর পদ্ধতি সংবিধানে না থাকায় এই পদ্ধতিতে ভোট নেওয়া সম্ভব নয়। তাই আইন অনুযায়ী বিদ্যমান পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় কমিশন। ভোটের দুই মাস আগে তফশিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এসব তথ্য জানান।
সিইসি তার সাম্প্রতিক কানাডা সফরের অভিজ্ঞতা, এনসিপির শাপলা প্রতীক চেয়ে চিঠি, ইসির সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ, পিআর পদ্ধতি, পোস্টাল ভোট, নতুন দল নিবন্ধন, নির্বাচনি পরিবেশ ও ইসির ভোট প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে প্রশ্নের উত্তর দেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না-এমন প্রশ্নে সিইসি বলেন, এই প্রশ্ন তো অনেকে করে। ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্যই আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আগামী বছর ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরেশোরে নিচ্ছি। তিনি বলেন, আমরা কারও কোনো কথায় চলতে চাই না। বিবেকের তাড়নায় চলি। আইনকানুন মতো চলতে চাই। কনস্টিটিউশন মতো চলতে চাই। এবং একটা সরল সোজা পথে চলতে চাই। কোনো বাঁকা পথে নয়। কাউকে কোনো ফেভার করার জন্য নয়, একবার নিরপেক্ষভাবে কাজ করতে চাই।
তিনি বলেন, রাজনীতিবিদরা চাচ্ছেন যে একটা ‘লেভেল পে¬য়িং’ ফিল্ড যাতে হয়। সবাই যাতে সুন্দরভাবে খেলতে পারে (নির্বাচনে অংশ নিতে) সেই ব্যবস্থাটা করে দেওয়া। সেটা আমরা ইনশাআল-াহ করে দেব এবং সর্বশক্তি নিয়োগ করব। আমরা একটা স্বচ্ছ ইলেকশন উপহার দিতে চাই। তিনি আরও বলেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নির্বাচনে এক লাখ আর্মি মাঠে থাকবে। আপনারা তো দেখছেন আর্মিকে আমরা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য আরপিওতে প্রস্তাব দিয়েছি। তাহলে উনারা (আর্মি) অন ডিউটিতে থাকবেন। সুতরাং আমি কিন্তু খুব কনফিডেন্ট ইনশাআল¬াহ যে ভয় আপনারা পাচ্ছেন, সেই ভয় করার কোনো কারণ নেই। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে ‘ফাউল করা’ থেকে দূরে থাকতে আহ্বান জানিয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, যারা খেলবেন তারা যদি ফাউল করার নিয়তে সবাই মাঠে নামেন, তাহলে মুশকিল। কেউ ফাউল যাতে না করতে পারেন, তার যাবতীয় ব্যবস্থা আমরা নেব। যারা স্টেকহোল্ডার, যারা খেলবেন ইলেকশনের মাঠে, তারা ফাউল করার নিয়তে নামবেন না বলে আমি বিশ্বাস করি এবং একটা ভালো নির্বাচন হবে।